ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস উপলক্ষে কবিতা, গান ও আলোচনা
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস উপলক্ষে কবিতা,গান ও আলোচনা অনুষ্ঠিত হয় ।
দিবসটি উপলক্ষে শুক্রবার বিকালে শিশু একাডেমী মিলনায়তনে জেলা সাহিত্য পরিষদের আয়োজনে কবিতা,গান ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে । প্রাক্তন উপাধ্যক্ষ ও জেলা সাহিত্য পরিষদের সহ-সভাপতি এন এম শাহজালাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী ঝিনাইদহের জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক শেখ মিজানুর রহমান। আলোচনা সভার আগে মুক্তিযুদ্ধাদের নিয়ে কবিতা ও গান পরিবেশন করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ,এম এ কবির, জেলা সাহিত্য পরিষদের সদস্য বৃন্দ সহ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
বক্তারা, মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে ধারণ করে ভবিষ্যত প্রজন্মকে সামনে দিকে এগিয়ে যাওয়ার আহŸান জানান।