হরিনাকুন্ডু

হরিণাকুণ্ডুতে জলাতঙ্ক রোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সন্মেলন কক্ষে রবিবার সকালে জলাতঙ্ক রোধে তিন বৎসর মেয়দী কুকুরের ভ্যকসিন বিষয়ক অবহিতকরণ সভা হয়েছে ।

স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম শিলু , পৌর মেয়র মোঃ শহীনুর রহমান রিন্টু , স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি মোঃ সামির হোসেন , উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান । এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন ,স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও ডাঃ মোঃ আশরাফুল ইসলাম , এমও ডাঃ রাব্বিকুল ইসলাম , ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান , আলহাজ্জ মোঃ মন্জুরুল আলম , মোঃ গোলাম মোস্তফা , মোঃ ছমির উদ্দীন মোহাম্মদ আলী , মোঃ শরাফত দৌলা ঝন্টু , হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু , সাধরণ সম্পাদক এইচ মাহবুব মিলু , পরিসংখ্যানবীদ মোঃ মোস্তাফিজুর রহমান সহ স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা কর্মচারী প্রমূখ ।

আলোচনায় ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি ও হরিণাকুণ্ডু স্বাস্থ্য কর্মকর্তা জানান সংশ্লিষ্ট পৌর মেয়র সহ আট ইউনিয়নের চেয়ারম্যানদের সহযোগীতায় পৌরসভায় ৫টি এবং ৮ ইউপিতে ১৬টি মোট ২১ টি টিকাদনকারী টিম উপজেলার সকল কুকুরকে ধরে জলাতঙ্ক নিরোধ টিকা দেবে , তিনি আরও জানান ৯ডিসেম্বর মাইক্রো প্লান করে ১০ ডিসেম্বর টিমের সদস্যদের প্রশিক্ষণ শেষে ১১ডিসেম্বর থেকে কুকুরের টিকা দান শুরু করা হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button