কালীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ আটক-২

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ী আটক।
মঙ্গলবার রাত ৮ টার সময় উপজেলার কোলা বাজার এলাকার মায়ধরপুর গ্রাম থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ সঞ্জয় মন্ডল (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক সঞ্জয় মন্ডল কালীগঞ্জ উপজেলার কোলা খেদাপাড়া গ্রামের নটোবর মন্ডলের ছেলে। এদিকে পৃথক আরেক অভিযানে রাত সাড়ে ১১ টার সময় কোলাবাজার এলাকা থেকে ১শ গ্রাম গাঁজাসহ রাকিবুল ইসলাম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক রাকিবুল ইসলাম উপজেলার বড় ডাউটি গ্রামের আঃ মান্নান মোল্লার ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাসী করে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সংক্রান্তে কালীগঞ্জ থানায় মাদক আইনে পৃথক ধারায় ২ টি মামলা দায়ের করা হয়। সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।