ঝিনাইদহে মোবাইল চোরাচালানকারী গ্রেফতার
আব্দুস সালাম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে মোবাইল চোরাচালানকারীসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৬।গত ১১ই ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি দল জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় চোলাচালানের মাধ্যমে ভারত থেকে আনয়নকৃত বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ঢাকাতে বিভিন্ন শোরুমে বিক্রয় করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে ঝিনাইদহ বাস টার্মিনাল পূর্বাশা বাস কাউন্টারের দক্ষিণ পাশে ইসতিয়াক মাহমুদ কনফেকশনারী দোকানের সামনে থেকে ০১ জন চোরাচালানকারী মোঃ ফারুক মল্লিক (৩৪), পিতা- মৃত শওকত মল্লিক , সাং-জীবননগর শাপলা কলিপাড়া, থানা- জীবননগর, জেলাঃ চুয়ডাঙ্গা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত গ্রেফতারকৃত নিকট হতে ২০ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ই (১) (ই) ধারায় মামলা হয়েছে।