ঝিনাইদহে বিক্রি বেড়েছে শীতের কাপড়
সম্রাট শাহ্, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ মার্কেট গুলোতে বিক্রি বেড়েছে শীতের কাপড়। শীতের প্রকোপ দিন দিন বাড়তে থাকায় বিক্রিও বেড়েছে শীত কাপড়ের। ঝিনাইদহে অভিজাত মার্কেট মধ্যবর্তী দোকান’সহ ফুটপাত দোকান গুলোতে ভিড় জমতে শুরু করেছে মোটা কাপড় ক্রেতাদের।
সুমন নামের এক ক্রেতার সাথে কথা বললে, তিনি জানান এখন চলছে পৌষ মাস সেক্ষেত্রে একটু বেশি ঠান্ডা পড়তেই পারে এবং আজ দুই দিন বেশি শীত পড়ছে তাই জেকেট কিনতে এসেছি। ঝিনাইদহে বেশ কিছু দোকানদারের সাথে কথা বলে জানা যায় গতবারের তুলনায় এবার নিত্য নতুন মডেলের কাপড়ের চাহিদা থাকায়,এবার একটু ব্যবসা বেশ আগিয়ে নেওয়া যাবে। ফুটপাতের দোকানদাররা বলেন শীত আসলে মানুষ অল্প টাকায় এই নিক্সনের কাপড় গুলো বেশি কিনেন। তাই বলা চলে ব্যবসা বেশ ভালো চলছে।
এদিকে বুধবার থেকে বেশি ঠান্ডা অনুভূত হওয়াই বিপাকে পড়েছে নিম্ন অায়ের মানুষগুলো। তাদের দাবী সরকারি বেসরকারি ভাবে শীতবস্ত্র বিতরণ-ব্যবস্থা আরো বৃদ্ধি করলে শীতার্ত মানুষগুলোর উপকার হবে।