হরিণাকুন্ডুতে সোনালী ব্যাংক ব্যাবস্থাপকের আয়োজনে মতবিনিময়
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু সোনালী ব্যাংক ব্যাবস্থাপকের আয়োজনে উপজেলার সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক , সহকারী শিক্ষক সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সমন্ময়ে চাচক্র ও আলেচনা সভা অনুষ্ঠিত হয় ।
শনিবার সকালে ব্যাংক ভবণে হরিণাকুন্ডু শাখা ব্যাবস্থাপক বসির আহম্মেদের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডিজিএম প্রতিনিধি প্রিন্সিপাল অফিসের সিনিয়ার কর্মকর্তা রশিদুল ইসলাম , জোড়াদাহ কলেজ অধ্যক্ষ শরিফুল ইসলাম , মহিলা কলেজ সহকারী অধ্যক্ষ আশরাফ আলী , প্রধান শিক্ষক মাসুদুল হক টিটু , জামাল উদ্দীন , জাহাঙ্গীর আলম , অরবিন্দু চন্দ্র , নাজমুল হোসেন , জালাল উদ্দীন , সাহাবুদ্দীন আহম্মেদ , আঃ মজিদ , আঃ খালেক৷, মিজানুর রহমান , আঃ রাজ্জাক , হাসিবুল ইসলাম , আসাদুজ্জামান আলম , সহকারী শিক্ষক আহসান হাবিব , মোকার্রম হোসেন , মোস্তাফিজুর রহমান ।
এসময় ব্যাংক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়ার অফিসার সোহেল রানা (দ্বিতীয় কর্মকর্তা) , সিনিয়ার অফিসার কাম কমপিউটার অপারেটর জাহাঙ্গীর আলম । আলোচনা সভাটি সার্বিক পরিচালনা করেন সিনিয়ার অফিসার আহসান হাবিব ।
সভার সভাপতি ব্যাবস্থাপক বসির আহম্মেদ সোনালী ব্যাংক লিঃ, গ্রাহক সহ উপজেলাবাসীর সেবাই আইনের আবর্তে থেকে হয়রানমূক্ত সেবা প্রদান সহ শাখাকে জনগনের ব্যাংকে রুপান্তরিত করার কথা ব্যক্ত করেন ।