ঝিনাইদহে পেঁয়াজ চাষের ধুম
ঝিনাইদহের চোখঃ
রমরমা বাজার দেখে ঝিনাইদহের মাঠ জুড়ে ধুম পড়েছে পেঁয়াজ চাষের।
কৃষি কর্মকর্তারা বলছেন, এবার অভ্যন্তরীণ উৎপাদন দিয়েই পেঁয়াজের চাহিদা মেটানোর চেষ্টা চলছে। তাই ভালো দাম পাওয়ার আশায় দারুণ উৎসাহী পেঁয়াজচাষীরা।
দাম ভাল তাই ঝিনাইদহে মাঠের পর মাঠ জুড়ে এখন শুধুই পেঁয়াজের বীজতলা। চলছে বীজতলার নিবিড় পরিচর্যা। জেলা জুড়ে বিশেষ করে শৈলকুপায় কোথাও চারা ওঠানোর কাজে ব্যস্ত কৃষকেরা, আবার কোথাও চলছে কেনা-বেচা।
গত দু’মৌসুমে পেঁয়াজের তেমন দাম পাননি কৃষকেরা । তবে অসময়ে হঠাৎ পেঁয়াজের দাম হুহু করে বেড়ে যাওয়া দেখে সাধ্যমতো পেঁয়াজ রোপণের চেষ্টা করছেন চাষিরা।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস মনে করেন, মিশ্র ফসল চাষের বদলে এমন একমুখি চাষের কারণে আবহাওয়াজনিত কারণে চাষীরা উৎপাদিত ফসলের দাম নিয়ে ঝুঁকির মুখে পড়তে পারে।
গত বছর ঝিনাইদহে পেঁয়াজ চাষের লক্ষ্য ছিল ৭ হাজার ৮শ ২৫ হেক্টর জমিতে। ধরা হয়েছে ৯ হাজার ২০ হেক্টর জমি। এরইমধ্যে ৭ হাজার ৭৭৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে।