ঝিনাইদহে নব জাতকের মৃত্যু রোধে মাঠকর্মীদের করণীয় প্রশিক্ষণ সম্পন্ন
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের পরিবার পরিকল্পনা উপ-পরিচালক এর কার্যালয়ে নব জাতকের মৃত্যু রোধে মাঠকর্মীদের করণীয় ৪দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বুধবার বিকালে এ উপলক্ষে আলোচনা ও সার্টিফিকেট বিতরন করা হয়েছে।
ঝিনাইদহের পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ জাহিদ আহমেদ এর সভাপতিত্বে নব জাতকের মৃত্যু রোধে মাঠকর্মীদের করণীয় ৪দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস।এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা উপ-পরিচালক এর কার্যালয়ের ডাঃ শহিদুর রহমান,উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃওয়ালিউর রহমান প্রমূখ।
সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস প্রশিক্ষণে অংশ নেওয়া ২০ জন মাঠকর্মীর মধ্যে সার্টিফিকেট বিতরন করেন। নব জাতকের মৃত্যু রোধে মাঠকর্মীদের করণীয় ৪দিনব্যাপী প্রশিক্ষণে জেলা ৬টি উপজেলার ২০ জন মাঠকর্মী অংশ নেন।