হরিণাকুন্ডু সরকারী লালন শাহ্ কলেজে বার্ষীক ক্রীড়া ও পূরুষ্কার বিতরণ
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু সরকারী লালন শাহ্ কলেজে দিনব্যপি বার্ষীক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ।
বুধবার সকালে কলেজ প্রঙ্গণের অধ্যক্ষ আতিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা , সহকারী কমিশনার(ভূমি) অনিমেষ বিশ্বাস , ক্রীড়া প্রতিযোগীতার আহবয়ক ও ইংরাজী বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক শিরাজুল ইসলাম , শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামের ইতিসাহ বিভাগের সহকারী অধ্যাপক আওয়াল হোসেন ।
এছাড়াও অতিথিদের মধ্যে দর্শণ বিভাগের প্রধান আব্দুল ওয়াহেদ , রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইউনুস আলী সহ অন্যান্য শিক্ষক বৃন্দ , হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু , গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন ।
প্রতিযোগীতায়৷ দৌড় , উচ্চলম্ফ , দীর্ঘলম্ফ , চাটকি নিক্ষেপ , গোলক নিক্ষেপ , বর্ষা নিক্ষেপ , যেমনখুশি তেমনসাজো সহ বিভিন্ন ইভেন্টে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ শেষে বিকালে পূরুষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরুষ্কার তুলে দেন কলেজ অধ্যক্ষ মোঃ আতিয়ার রহমান ।