ঝিনাইদহে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
“শিশুদের জন্য আমরা”এর সহযোগিতায় ও বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা “সেভ-ঝিনাইদহ”এর অঅয়োজনে ঝিনাইদহ সদর উপজেলার ৮নং পাগলাকানাই ইউনিয়নের ঝিনুক মালা আবাসন প্রকল্প এলাকার ২শত জন শিশু ও বয়স্কদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।সোমবার সকালে শীত বস্ত্র বিতরন উপলক্ষে ঝিনুক মালা আবাসনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা “সেভ-ঝিনাইদহ”এর সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ।আলোচনা শেষে প্রধান অতিথি জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন সহ অতিথিবৃন্দ ঝিনুক মালা আবাসন প্রকল্প এলাকার ২শত জন শিশু ও বয়স্কদের মাঝে শীত বস্ত্র বিতরন করেন।
প্রধান অতিথি জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন শিশুনিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ।
সেভ-ঝিনাইদহ”এর সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা বলেন,এই শিশুরাই আগামী দিনের ভবিষৎ।তাই এদেরকে আমাদের যার যাকিছু আছে,তাই দিয়ে তাদের সহযোগিতা আমাদের সকলেই কর্তব্য।