ঝিনাইদহে ‘তরুন উদ্যোক্ত গোষ্ঠি’র যাত্রা শুরু
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের তরুন যুবক ও নতুন উদ্যোক্তা নিয়ে যাত্রা শুরু করলো তরুন উদ্যোক্তা গোষ্ঠি নামের একটি সংগঠন। নতুন উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তা প্রশিক্ষন, উদ্যোক্তাদের মাঝে বিনিয়োগ, বিপননসহ যাবতীয় সহযোগীতায় সকলের জন্য সকলের একটি প্লাটফর্ম তৈরীর উদ্দেশ্যে নিয়ে সংগঠনটির যাত্রা শুরু।
শুক্রবার সকালে শহরের আইসিটি টাওয়ারের ৩য় তলায় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, প্রভাষক আকমল হোসাইন, আশরাফুল রহমান সোহাগ, সাব্বির আহমদ জুয়েল, নাজমুল আলম রিগান, হাবিবুর রহমান, আলমগীর হোসেন, তারেক মাহমুদ জয়, আবদুল হামিদ, সুরভী রেজা, আরিফা ইয়াসমিন লিম্পা, রাজু আহম্মেদ, সবুজ, পাপ্পু, বি এম, আনোয়ার হোসাইন, সাগর আহম্মেদ, খোরশেদ আলম প্রমুখ। পাশাপাশি উদ্যোক্তাদের সাথে বিনিয়োগ সহযোগীতার জন্য “ইয়েস সার্কেল” গঠন করা হয়। এসময় বক্তারা, তরুন ও যুব উদ্যোক্তাদের বেশি বেশি কর্মসংস্থান মুলক কর্মকান্ডে যুক্ত হওয়া আহবান জানান।
আলোচনা সভা শেষে সাব্বির আহমদ জুয়েলকে আহবায়ক এবং নাজমুল আলম রিগান কে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।