ঝিনাইদহে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সালাম হোসেন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার রাজাপুর থেকে ফেন্সিডিল ও গাজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
শনিবার (২৫ জানুয়ারি ২০২০ ইং) গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার সদর থানাধীন রাজাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার করে।
অভিযান পরিচালনা সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন রাজাপুর দক্ষিণ পাড়া গ্রামস্থ ধৃত মোঃ আয়নাল হোসেন (৫৫) এর এক রুম বিশিষ্ট টিনের বসত ঘরের ভিতর থেকে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ আয়নাল হোসেন (৫৫), পিতা- মৃত মোয়াজ্জেম হোসেন, সাং- রাজাপুর (দক্ষিণ পাড়া), থানা ও জেলা-ঝিনাইদহ থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত গ্রেফতারকৃতের নিকট হতে ৫১ বোতল ফেন্সিডিল,ও ৯০০ গ্রাম গাঁজা এবং ০১ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করে।মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/১৯(ক)/৪১ ধারার মামলা করা হয়।