সাধুহাটি ইউনিয়ন পরিষদে উন্মুক্তভাবে ভাতাভোগী বাছাই
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন পরিষদে উন্মুক্তভাবে ভাতাভোগী বাছাই হয়েছে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক,বিধাব ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের উন্মুক্তভাবে ৩৪০ জনের ভাতাভোগী বাছাই হয়েছে।
“সোনার বাংলায় মুজিব বর্ষে,সমাজকল্যাণ এগিয়ে চলে,প্রতিবন্ধী ভাতা প্রদান,শেখ হাসিনারই অবদান”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার দিনব্যাপী ইউনিয়ন পরিষদ চত্বরে এ উন্মুক্তভাবে ভাতাভোগী বাছাই করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাধুহাটি ইউপি চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুবেল হাওলাদার,নারী সাংবাদিক ময়না খাতুন, সমাজ সেবা অফিসের ইউনিয়ন সমাজ কর্মি রেকসোনা পারভীন,সাধান কুমার সিংহ,স্বপন কুমার চত্র“বর্তী,আখিরন নেছা,লিয়াকত হোসেন, লাভলী ইয়াসমিন,মিনাক্ষী,হেডক্লাক আশরাফ আলম, ইউপি সচিব বিশ্বজিৎ কুমার , ইউপি সদস্য গন প্রমূখ।
সমাজ সেবা অধিদপ্তর,উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের আয়োজনে উন্মুক্তভাবে ভাতাভোগী বাছাই সভায় ইউপি সদস্য,ইউনিয়নের সকল স্কুলের শিক্ষক,ঈমাম, ব্যবসায়ী, সমাজকর্মীসহ সর্বস্তরের মানুষ,সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।