ঝিনাইদহ কেসি কলেজের মিনহাজ শোভোন সেরা গল্পকারের তালিকায়
মিশন আলী, ঝিনাইদহের চোখঃ
বাংলাভাষার গল্প বিষয়ক পত্রিকার গল্পকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে সারা দেশ ব্যাপী গল্পকার অনূর্ধ্ব ৩০ সেরা গল্পকার প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঝিনাইদহ সরকারী কেসি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্র মিনহাজ শোভোন ।
সপ্তপর্ণ ফুল (স্মৃতির গন্ধ) গল্পে ষষ্ঠ স্থান অধীকার করে । এই
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেই। প্রতিযোগিতায় সারা দেশ থেকে ১২ জন শিক্ষার্থীকে বিজয়ী করা হয়।
বিজয়িদের গত ৮ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মুজাফফর আহাম্মেদ চৌধুরী মিলনায়তনে বিজয়িদের মাঝে পুরষস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন গল্পকার পত্রিকার সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাএকাডেমির পুরষস্কার প্রাপ্ত কবি ও ঔপন্যাসিক হাসনাত আব্দুল হাই।
আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক ফারুক মঈনউদ্দীন ও কথাসাহিত্যিক মোহাম্মদ কামরুজ্জামান