মহেশপুর উপজেলার ১৫০০ ছাত্র, ছাত্রীর মাদকসেবন না করার শপথ
কামরুজ্জামান লিটন ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১৫০০ ছাত্র/ছাত্রী ও অভিভাবক মাদকসেবন থেকে বিরত থাকার শপথ গ্রহণ করলেন।
২৪/২/২০ তারিখে সোমবার বেলা ১৫.৩০ টায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক জনাব মুসাঃ উম্মে হাবিবার সভাপতিত্বে মাদকবিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন জনাব সুজন সরকার , উপজেলা নির্বাহী অফিসার, মহেশপুর।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন জনাব মোঃআজিজুল হক,সহকারি পরিচালক, মাাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলাকার্যালয়, ঝিনাইদহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোরশেদ হোসেন খাঁন অফিসার ইনচার্জ মহেশপুর , মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃআমজাদ হোসেন , মোঃ বি, এম সেলিম রেজা চেয়ারম্যান ৭নং কাজীরবেড় ইউনিয়ন পরিষদ মহেশপুর। এ ছাড়াও বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী।পরিশেষে ছাত্র/ছাত্রীসহ উপস্থিত সকলে মাদকসেবন থেকে বিরত থাকার শপথ গ্রহণ করেন।শপথ পাঠ করান জনাব মোঃআজিজুল হক।
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা মাদক, মাদক ব্যবসায়ীদের ও চুরাকাররী অঞ্চল বলে খ্যাত।