চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামী গ্রেফতার করেছে র্যাব-৬
তরিকুল ইসলাম তারেক, ঝিনাইদহের চোখঃ
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন হাসাদা এলাকা হতে চাঞ্চল্যকর হত্যা মামলার ০১ জন এজাহার নামীয় আসামী গ্রেফতার। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশকে অপরাধমুক্ত করার লক্ষ্যে জঙ্গী সংক্রান্ত কার্যক্রম, হত্যা, ডাকাতী, ছিনতাই, অপহরণ, খুন, গুম, মাদক ও চরমপ›হীদের অপতৎপরতা রোধে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছে। গত ২৬ ফেব্রæয়ারি ২০২০ইং তারিখে মোছাঃ কেয়া খাতুন (১৮) নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়। ইং ১৩ মার্চ ২০২০ তারিখ ১৭ দিন পর তার মৃত দেহের অর্ধ গলিত লাশ পুলিশ উদ্ধার করে।
এরই ধারাবাহিকতায়, অদ্য ১৬ মার্চ ২০২০ ইং তারিখ ১৩.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি দল কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন হাসাদা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার একজন এজাহার নামীয় আসামী মোঃ মিলন হোসেন (২৬), পিতা- সলেমান, সাং-ত্রিলোচনপুর, থানা- কালীগঞ্জ ও জেলা-ঝিনাইদহ আটক করে। উক্ত ধৃত আসামী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার মামলা নং- ১৫, তারিখঃ ১৩/০৩/২০২০ইং। ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামী।
পরবর্তীতে উক্ত গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য থানায় সোপর্দ করা হয়।