ঝিনাইদহ সদরটপ লিড

করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহে ৭ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা

মিশন আলী, ঝিনাইদহের চোখঃ

করোনা ভাইরাস প্রতিরোধ ও আসন্ন রমজানে শ্রমিক-পথচারীদের সুপেয় পানি সরবরাহের জন্য ঝিনাইদহে স্থাপন করা হচ্ছে ৭ টি গভীর নলকুপ। সেই সাথে রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা।

মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ পৌরসভার আয়োজনে শহরের পায়রাচত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামীরীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

এসময় জানানো হয়, করোনা ভাইরাস প্রতিরোধে রিক্সা ভ্যান শ্রমিক, পথচারীদের সাবান দিয়ে হাত ধোয়া ও আসন্ন রমজানে রোজাদারকে সুপেয় পানি সরবরাহ করার জন্য এ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। শহরের পায়রা চত্বর, মুজিবচত্বর, আরাপপুরসহ ৭ টি স্থানে গভীর নলকূপ স্থাপনা করা হবে। ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে সরবরাহ করা হবে সাবান। মূলত পথচারী-শ্রমিকদের সচেতন করে তুলতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button