করোনা সুরক্ষায় সততা ফাউন্সডেশনের হ্যান্ডওয়াশ, এন্টিসেপটিক সোপ ও মাস্ক বিতরণ
কামরুজ্জামান লিটন, ঝিনাইদহে চোখঃ
ঝিনাইদহ সততা ফাউন্ডেশন এর উদ্যোগে প্রথম দিনে রাহমা বৃদ্ধাশ্রম পাগলা কানাই ও মধুরাপুর এতিমখানায় মাস্ক এন্টিসেপটিক সোপ হ্যান্ডওয়াশ বিতরণ করা হয় ।
দ্বিতীয় দিন পায়রা চত্বর থেকে সদর হাসপাতাল গেট পর্যন্ত প্রতিটা বসাপ্রতিষ্ঠানে শ্রমিকদের মাঝে, পাগলা কানাই থেকে আরাপপুর জামতলা পর্যন্ত লেদ শ্রমিকদের মাঝে মাস্ক ও সাবান বিতরনী কার্যক্রমে উপস্থিত ছিলেন সততা ফাউন্সডেশনের সভাপতি জনাব জাহিদ আল ইসলাম, সহ সভাপতি আরিফা ইয়াসমিন লিম্সাপা, সাধারন সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সমাজকর্মি জনাব তারেক মাহমুদ জয় হেব্বি গ্রুপের সাধারণ সম্পাদক জনাব লিমন জামান, সদস্য জনাব ফারুক রহমান,নাজমুল হোসেন, সৌরভ মজুমদার, চিরঞ্জিত মজুমদার, উক্ত সংগঠনের সদস্যবৃন্দ এসময় বলেন দেশের এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সকল শ্রেণি পেশার মানুষের পাশে দাঁড়িয়ে সচেতন করার আহ্বান সরকারি সকল নির্দেশ মেনে চলার পাশাপাশি ব্যক্তি আমরা সকলের সচেতন থাকি অন্যকে সচেতন রাখি, সংগঠনের পরিচালক জাহিদুল আল ইসলাম বলেন করোনা ভাইরাস সচেতন মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।।