জানা-অজানাটপ লিড

ঝিনাইদহে চায়ের দোকান থেকে টিভি অপসারণে জেলা প্রশাসনের নির্দেশ

ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্দেশে ঝিনাইদহের সব পশুরহাট বন্ধ ঘোষণা করা হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে সব ধরনের দোকান থেকে টেলিভিশন অপসারণসহ গান-বাজনা বন্ধ রাখার নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়েছে।

এতে করে সড়কগুলোতে সাধারণ মানুষের চলাচল কমে গেছে। ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে করোনা প্রতিরোধে বাড়তি সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

জেলা প্রশাসক সরজ কুমার নাথ জানান, গণজমায়েত রোধে চায়ের দোকান থেকে শুরু করে সব ধরনের দোকান থেকে টেলিভিশন অপসারণসহ গান-বাজনা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

এ দিকে ঝিনাইদহে নতুন করে ৬৯ জনকে হোম-কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে বিদেশ ফেরত ৬৬ জন। এ নিয়ে জেলার ৬ উপজেলায় ৫৫৩ জনকে হোম-কোয়ারেন্টিনে রাখা হল।

অপর দিকে হোম-কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় ২১৮ জনকে স্বাভাবিকভাবে চলাচল করতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button