ঝিনাইদহে ভুট্টার বাম্পার ফলনের আশা
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সংবাদদাতা: লাভজনক হওয়ায় ঝিনাইদহে বেড়েছে ভুট্টার আবাদ। আর পোকার আক্রমন কম থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। তারা বলছেন, পোল্ট্রি, মৎস্য ও গো-খাদ্য হিসাবে ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে। ভালো লাভের আশায় হাসি ফুটেছে কৃষকের মুখে।
চলতি মৌসুমে জেলার ছয় উপজেলায় ১৮ হাজার ২২০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। অনেক জায়গায় আবার ফুল থেকে কচি ভুট্টার দানা বাধতে শুরু করেছে।
আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। তাঁরা বলছেন, পোল্ট্রি, মৎস্য ও গো-খাদ্য হিসাবে ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে। প্রাকৃতিক দুযোগ বা পোকার আক্রমণ দেখা না দিলে ভাল লাভ পাবেন তারা।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কৃপাংশু শেখর বিশ্বাস জানালেন, চাষিদের বিনা মূল্যে সার, বীজ, কীটনাশক, সরবরাহসহ চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।
এবছর জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন ভুট্টা।