হোম কোয়ারেন্টাইনে থাকা নিম্ন আয়ের শতাধিক পরিবারের মাঝে ঝিনাইদহের ডাস’র খাদ্য সামগ্রী বিতরণ
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
করোনা ভাইরাস ú্রতিরাধে হোম কোয়ারেন্টাইনে থাকা নি¤œ আয়ের শতাধিক পরিবারের মাঝে ঝিনাইদহের ডাস এর পক্ষ হতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার সকালে ঝিনাইদহের ডেভলপমেণ্ট এ্যাকটিভিটিস অফ সোসাইটি (ডাস) প্রধান কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।এময় উপস্থিত ছিলেন ডেভলপমেণ্ট এ্যাকটিভিটিস অফ সাসাইটি (ডাস) এর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, নির্বাহী কমিটির সভাপতি আসাদুজ্জামান চাঁন, পরিচালক চন্দন বসু মুক্তো, শেল্টার সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম, পললী বিদুৎ সমিতির সভাপতি হাফিজুর রহমান, মানবাধিকার কর্মি আমিনুর রহমান টুকু, সমাজ কর্মি হাবিবুর রহমান রিজু–, নির্বাহী কমিটির সদস্য টিটন রেজা, পরিতোস কুমার ঘোস,তৌহিদুল ইসলাম ডিটো, নারী সাংবাদিক ময়না খাতুন, সাংবাদিক সাজ্জাদ আহমেদ ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সহ সংস্থার কর্মকর্তাবৃন্দ।অসহায় পরিবার গুলি খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন ।
এছাড়াও করোনা ভাইরাস ú্রতিরাধে হোম কোয়ারেন্টাইনে থাকা নি¤œ আয়ের পরিবারের মাঝে ঝিনাইদহের ডাস এর পক্ষ হতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
ডাস এর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, দেশের সংকট মুহুর্ত মোকাবেলায় সরকারকে সহযোগিতার জন্য দেশের সকল বে-সরকারী সেবামুলক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার জন্য আহব্বান জানান। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সকল শ্রেনীর মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার আহব্বান জানান তিনি ।