ঝিনাইদহের মধুহাটি ইউপিতে একটি গ্রাম লকডাউন
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের ২৩ গ্রামের মধ্যে ৪নং ওয়ার্ড হাজিডাঙ্গা গ্রাম মঙ্গলবার করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন করেছে সচেতন যুবকেরা। তারা গ্রামের ৪ টি মোড়ে অবস্থান নিয়ে বাইরে থেকে কেউ গ্রামের মধ্যে যেতে চাইলে তাকে অবশ্যই হাতধুয়ে স্যনিটেইজারের মাধ্যমে প্রবেশ করতে হচ্ছে।
গ্রামের যুবকদের সমন্বয়কারি রুবেল হোসেন বলেন, গ্রামের মোড়গুলোতে তিনজন করে সদস্য যারা স্কুল কলেজে লেখা পড়া করেন এবং তার সাথে বেকার যুবক রয়েছে। ৩০-৩৫ জন সদস্য নিয়ে সকাল হতে রাত ৯টা পর্যন্ত পর্যায় ক্রমে এ কাজ চলবে। এছাড়া তারা দরিদ্যদের মাঝে সাধ্যমত খাদ্য সামগ্রী এবং সাবানসহ অন্যান্য সামগ্রী বিতরন করা হয়েছে।
এ বিষয়ে ২নং মধুহাটি ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল বলেন, সরকারি নির্দেশনার পাশাপাশি আমি নিজে দিন-রাত ইউনিয়ন বাসিকে করোনাভাইরাস মোকাবেলায় সচেতন করার চেষ্টা করছি। একই সাথে কোন ব্যাক্তি যেকোন সংকটে পড়লে লজ্জা না করে আমাকে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। আমাদের/ আমার প্রচারের মাধ্যমে যারা সচেতন হয়েছে এটাই আমার জন্য অনেক পাওয়া। তাছাড়া হাজিডাঙ্গা গ্রামের যুবকেরা যে উদ্যেগ নিয়েছে তারা অবশ্যই ধন্যবাদ পাবার যোগ্য। সার্বিক প্রয়োজনে আমি তাদের পাশে রয়েছি।#