পাঠকের কথা
আমার পৃথিবী–অমিয় মজুমদার অপু
ঝিনাইদহের চোখঃ
আমার পৃথিবীটাও সুঘ্রাণ নিয়ে মিশবে
শিশুবেলার ছুঁয়েচলা শিশির ভেজা ঘাসে,
ঝিকমিক রোদ্রের দুরন্ত যৌবনে
শুদ্ধ বাতাসে হাটবে আগামী নতুন পৃথিবী।
হয়ত নষ্ট হবে নষ্টদের নষ্টামি!!
শুরু হয়ে গেছে সৃষ্টির নব প্রকৃতিগঠন
বদলাচ্ছে অসীম দুরের আকাশ,
কালো মেঘে ঢাকা-বৃষ্টির জলে থমকে যাওয়া
সুর্যটাও ফিরে পেতে শুরু করেছে সাহসী যৌবন।
নবগঠিত আগামী ধরনীতে তোমাদের ডেকে বলব….
এগিয়ে যাও নতুন শতাব্দীর নীল সমুদ্রে
শুদ্ধ চিন্তায় হাঁটতে আগামীর নতুন পৃথিবীতে….