পাঠকের কথা
লাশের মিছিল— গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
সব শ্রেণী পেশার মানুষ বেরিয়ে আসছে
লাশের মিছিলে
ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যা
পৃথিবী যেনো শিকাগো শহর।
অলিগলি থেকে বেরিয়ে আসছে
আন্দোলনের বেদনার্ত স্লোগান
কেউ ঘরের জানালা খুলে সাহস দিচ্ছে
চোখের জল ছেড়ে।
মিছিলের দাপটে ঘরবন্দি হচ্ছেন সুবোধেরা
চেঙ্গিসখান, আলেকজান্ডার বেঁচে থাকলেও
আজ ভয়ে আঁতকে উঠতেন তাঁরা
ভুলে যেতেন পৃথিবী জয়ের উন্মাদনা।
লাশের মিছিল, ভেঙে যাচ্ছে সীমান্তের
সকল মজবুত প্রাচীর
রুখবার ক্ষমতা নেই কোনো বাহিনীর
তচনচ করে যাচ্ছে জাতিসভ্যতার প্রাসাদগুলো।
গণজাগরণের দেশগুলো শ্মশানে পরিণত
সূর্য রাতের গহ্বরে গা ঢাকা দিয়েছে
চাঁদ অমাবস্যার হাতে নিহত
অন্ধকারে ঝিঁঝিঁপোকার ডাক যেনো
লাশের মিছিলকে এগিয়ে নেয়ার ইশারা দেয়।