হরিণাকুণ্ডুর পল্লীতে কৃষকের পান ক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা
মাহবুব মুরশেদ শাহীন, ঝিনাইদহের চোখঃ
হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষিপুর উত্তর পাড়ার মাঠে এক কৃষকের লক্ষাধিক টাকার পান ক্ষেত কেটে তসরুপ করে দিয়েছে প্রতিপক্ষরুপী শত্রুরা।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে উক্ত মাঠে যেয়ে দেখা যায়, লক্ষীপুর গ্রামের দা্উদ মন্ডলের ছেলে শামসুল মন্ডলের ২৫ কাঠা জমির পান ক্ষেত হাসুয়া জাতীয় ধারালো অস্ত্রের মাধ্যমে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বরজ নামানোর পর জমকিয়ে উঠা লকলকে পান ক্ষেতের মাঝে মাঝে সারিবদ্ধ ভাবে কেটে রেখে যায়। বৃষ্টির মধ্যে নির্জণ মাঠে মানুষরুপি অমানুষরা একাজ করে গেছে বলে ভূক্তভোগি কৃষক অভিযোগ করেন। ক্ষতিগ্রস্থ পান ক্ষেতের আর্থিক মূল্য লক্ষাধিক টাকা বলে জানা যায়।
ক্ষতিগ্রস্থ কৃষক শামসুল মন্ডল জানায়, বেশ কিছুদিন পূর্ব থেকে প্রতিবেশি ইছাহক মন্ডলের ছেলেদের সাথে আর্থিক বিষয়াদি নিয়ে তার মনোমালিন্য চলে আসছিল। সেই সাথে শামসুল মন্ডলের ভাই মসলেম মন্ডলের সাথে পারিবারিক জমাজমি ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ যোগ হতে পারে বলে জানায়।