মহেশপুর

মহেশপুরে বোন-বোনাইদের অত্যাচারে অতিষ্ট ২ শ্যালকের সাংবাদিক সম্মেলন

জাহিদুল ইসলাম, ঝিনাইদহের চোখঃ

রবিবার সকালে ঝিনাইদহের মহেশপুরের মাাইলবাড়িয়া গ্রামের মৃত আমির আলী শেখের ছেলে নুরুল আমিন শেখ ওরফে বাতেন মহেশপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন তার ৩ বোন ও বোনাইদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। এক ভাই গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে।

সাংবাদিক সম্মেলনে নুরুল আমিন বলেন, তার তিন বোন জরিনা খাতুন, রোমেচা খাতুন ও আমিরুননেছা। তিন বোনেরই বিয়ে গ্রামে। তার মেঝ বোনের স্বামী আবুল হোসেন করুন এলাকার প্রভাবশালী লোকজনদের সহযোগিতায় তাদের পৈতৃক সম্পত্তির মূল্যবান জমিগুলো দখল করে নিয়েছে।

এছাড়া বাবার রেখে যাওয়া জমির কাগজপত্র ও ব্যাংকে রাখার জন্য নগদ টাকা সবই আত্মসাৎ করেছে। তাদের সম্পত্তির বিষয় নিয়ে তার(আবুল হোসেন) এর সাথে কথা বলতে গেলে ভাড়াটিয়া লোকজন দিয়ে তাদের উপর আক্রমন করে। এক পর্যায়ে তার বড় ভাই আহম্মদ আলী গ্রাম ছেড়ে অন্যত্র বসবাস করছে। তার বড় বোন জরিনা খাতুন তাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিচ্ছে। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে রেসারেসি হলে বোনেরা যৌথভাবে আমাদের উপর নানা অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য পোষ্ট করছে। একই গ্রামে তিন বোনের বসবাসের কারণে তাদের ছেলেমেয়ে সহ তারা এখন অধিক সংখ্যক। অপরদিকে বাবার গচ্ছিত টাকা বোনার কাছে থাকাই এলাকার প্রভাবশালী লোকজন তাদের দখলে। যে কারণে আমরা নির্যাতনের শিকার হচ্ছি।

এ ব্যপারে সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে তার চাচাতো ভাই রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button