হরিনাকুন্ডু

হরিণাকুন্ডুতে মাঠ দিবস অনুষ্ঠিত

এম. মাহফুজুর রহমান, ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে রাজস্ব খাতের আওতায় ২০১৯-২০ অর্থ বছরের প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলার হরিণাকুন্ডু উপজেলার মান্দারতলা জোড়াপুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। হরিণাকুন্ডু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মাঠ দিবসের আয়োজন করে। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃপাংশু শেখর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতিম সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিণাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা ও অতিরিক্ত উপপরিচালক পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আরশেদ আলী চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোমিন, হরিণাকুন্ডু পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম, এসএপিপিও মণিশংকর বিশ্বাস, মান্দারতলা জোড়াপুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম।

মাঠ দিবসে ওই এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা রোপা আমনের বীজতলা, বর্তমান মাঠ ফসল, আমনের সমকালীন বিষয়ে এবং করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়া করোনা পরিস্থিতিতে কুষি বাজারজাতকরণ, খাদ্য নিরাপত্তা ও প্রতি ইঞ্চি জমির ব্যবহারে মাননীয় প্রধানমন্ত্রীর আহবান এবং ইহা বাস্তবায়নে করনীয বিষয়ে কৃষকদের অবহিত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button