হরিনাকুন্ডু

হরিণাকুন্ডুতে মাদক, নারী-নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দৌলতপূর ইউনিয়ন পরিষদে তুমি মা, তুমি বোন, তুমি তরুনী, তুমি সহধর্মিণী , তুমি সহযোদ্ধা , তুমি বিজয়ীনি ও গর্বিতা , সর্বপরি তুমি নারী এই স্লোগানকে সামনে রেখে শিক্ষক, ইমাম , কাজী৷, ছাত্র-ছাত্রী, সাংবাদিক , অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদক, নারী- নির্যাতন , বাল্যবিবাহ এবং আতœহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় ।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে , উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প , স্থানিয় সরকার বিভাগ ও জাইকার সহযোগীতায় , উপজেলা মহিলা বিষয়ক আধিদপ্তরের বাস্তবায়নে এসময় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমের সঞ্চালনায় ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন , বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা , মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জাইকা সমন্ময়কারী কামরুন্নাহার , কেবি একাডেমীর প্রধান শিক্ষক জামাল হোসেন , ইউনিয়ন ম্যারেজ রেজিষ্টার মোস্তাফিজুর রহমান ।

আলোচনা শেষে ক্যাম্পেইনে সকল উপস্থিতি বাল্যবিবাহ , মাদক ও নারী-নির্যাতনকে না বলে শপথ বাক্য পাঠ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button