পাঠকের কথা
পথশিশুর স্বপ্ন—-আসমা খাতুন
ঝিনাইদহের চোখ-
দেখিনি মায়ের আদর মাখা মুখ
বুঝিনি বাবার ভালবাসায় স্বপ্নিল সুখ।
ঘুমাইনি মায়ের ওই আগলে রাখা বুকে
বুনি নাই কোনো স্বপ্ন বাবারও চোখে।
কত মানুষ দিবানিশি হাঁটে পথের পাশে
প্রহর গুনি মা-বাবা এই বুঝি আসে।
সকালে বেরোয় দুমুঠো আহারের সন্ধানে
ঝড়বৃষ্টি, রোদে মৃত্যুর কড়া ক্ষণে ক্ষণে।
নিশ্বাসের আশায় খাই অন্যের পঁচাবাসি
তবু্ও বেঁচে থাকার আনন্দে হাসি।
যায় অন্যের দ্বারে, নয়তো ময়লার স্তূপে
ক্ষুধার তাড়নায়, রোগ ব্যাধি অন্ত্রে সঁপে।
ঘুমায় রাতে সারি সারি পথের প্রান্তে
তীব্র শীতে জোটে না বস্ত্র তনুতে।
তবু্ও স্নিগ্ধ দু’চোখে স্বপ্ন আঁকি
বাবা-মা, আহার, নিভৃতে ঘুম থাকবে আপন বাড়ি।