হরিণাকুণ্ডুতে অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণে ওয়ার্কশপ অনুষ্ঠিত
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অস্থায়ী পুলিশ ক্যাম্পকে না বলে স্থায়ী ক্যাম্পের দাবীতে শত শত বিভিন্ন শ্রেণীপেশার গ্রামবাসী ওয়ার্কশপে অংশগ্রহণ করে ।
বুধবার বিকালে ভবানীপূর ইউনিয়ন পরিষদ চত্বরের ওয়ার্কশপে থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি ও প্রধান বক্তা ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম)তার বক্তব্যে এলাকাবাসীদের হতাশ না হয়ে আস্থার কথা বলেন , তাদের প্রাণের দাবী নিশিদ্ধ ঘোষিত সংগঠন সহ আউট-ল দের অভয়ারণ্য নারায়নকান্দী গ্রামের অস্থায়ী পুলিশ ক্যাম্পকে স্থায়ী ক্যাম্পে রুপান্তরিত করতে তিনি উর্ধতন কর্মকর্তাদে সুপারিশ করা আশ্বাস দেওয়া সহ উপজেলা আ”লীগের সভাপতি সাধারণ সম্পাদকে তাদের দলীয় পথে চেষ্টার আহব্বান জানান ।
এসময় এলাকাবাসীর দাবীর সাথে সুর মিলিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন , উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, সহকারী পুলিশ সুপার ( শৈলকুপা হরিণাকুণ্ডু সার্কেল) আরিফুল ইসলাম , উপজেলা আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার , সাধারণ সম্পাদক রবিউল ইসলাম , তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম , প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু ।
এছাড়াও ঐ পুলিশ ক্যাম্পের আওতায় বিভিন্ন গ্রামের প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আরবিন্দু বিস্বাস , মাসুদুল হক টিটু , উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ফিরোজ সালাউদ্দীন , সাংবাদিক আশরাফুল ইসলাম , ইউপি সদস্য ওহিদুল ইসলাম , আনিচুর রহমাম , আলোক মন্ডল , আব্দুল লতিফ৷, ইউনিয়ন কাজী ওমর ফারুক সহ অনেকে ।
বক্তারা ১৯৮৬ সালে আওয়ামীলীগ সরকার জনগনের জানমালের নিরাপত্তায় নিশিদ্ধ ঘোষীতদের হাত থেকে নারায়নকান্দী গ্রাম সহ আসপাশের গ্রামবাসীদের বচাতে নারয়নকান্দী অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে এর পর থেকে ঐ এলাকার মানুষের শান্তি ফিরে আসে, নিরাপদ হয় তাদের জান ও মাল ।
তাই অস্থায়ী নয় স্থায়ীরুপে পুলিশ ক্যাম্পটি স্থাপনের দাবী জানান তারা ।