মহেশপুর

অবৈধভাবে বাংলাদেশ হতে ভারত যাওয়ার সময় আটক

ঝিনাইদহের চোখ-

গত ০৪ সেপ্টেম্বর ২০২০ তারিখ আনুমানিক ২০৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধিনস্ত মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মকধ্বসপুর গ্রামের বটতলা দোকানের নিকট হতে সাগর মন্ডল (২২), পিতা-মৃত বাদল মন্ডল, গ্রাম-বন্দরখোলা, পোষ্ট-পাচচর, থানা-শিবচর, জেলা-মাদারীপুর অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির দেয়া তথ্য অনুযায়ী পলাতক আসামী মো: সাহদুল (৩০), পিতা- মো: আজিজুল, গ্রাম-সুন্দরপুর, পোষ্ট-জুলুলী, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ এবং মো: নবী (২৮), পিতা- মো: সামছুল, গ্রাম-মকধ্বসপুর পোষ্ট-জুলুলী, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমনে সহায়তা করার অপরাধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং ধৃত আসামীর নিকট হতে উদ্ধারকৃত ভারতীয় ৩১৫০/- রুপিসহ ধৃত আসামীকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

যার মামলা নং-০৮ তারিখ ০৫ সেপ্টেম্বর ২০২০।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button