হরিনাকুন্ডু
হরিণাকুণ্ডুতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষ রোপন
গিয়াস উদ্দীন সেতু, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের সহযোগিতায়,ঝিনেদা থিয়েটার ভোর হলো এর বাস্তবায়নে এক আনন্দমুখোর পরিবেশে (০৬ সেপ্টেম্বর) রবিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)রাজিয়া আক্তার চৌধুরী ,সালেহা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মুক্তার হোসেন,ঝিনাইদা হরিনাকুন্ডুর ২ আসনের সংসদ সদস্যের পিএস রওশন আলীসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য পরিবেশ আর গাছ নিয়ে ভাবেন এমন মানুষের সমাগমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর কর্মসূচির অংশ হিসাবে এই বৃক্ষরোপণ কর্মসূচীর পরে স্থানীয় শিল্পির চমতকার এক সংগিত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।