ইউএনও এর উপর হামলার প্রতিবাদে হরিণাকুন্ডুতে মানববন্ধন
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তাঁর বীর মুক্তিযোদ্ধা পিতার ওপর নৃশংস হামলার প্রতিবাদে হরিণাকুন্ডু উপজেলার কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে বৃহস্পতিবার সকালে এক মানববন্ধন কর্মসুচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা সহ বক্তারা তীব্র নিন্দা , প্রতিবাদ সহ দোষী ব্যক্তিদের বিচারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ।
এসময় উপজেলা দোয়েল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ মহিউদ্দীন মাষ্টার , অধ্যক্ষ শরিফুল ইসলাম , কৃষি কর্মকর্তা মোঃ হাফিজ হাসান , হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু , যুবউন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন , উপজেলা কর্মচারী ঐক্য পরিষদের উপদেষ্টা আমীর হোসেন ।
উক্ত কর্মসুচিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধূরী , প্রাণী সম্পদ কর্মকর্তা মশিয়ার রহমান বিদায়ী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মমিন , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন , সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান , উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম , নির্বাচন কর্মকর্তা নূর উল্লাহ সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী এবং প্রধান শিক্ষক মাসুদুল হক টিটু৷, আমিরুল ইসলাম , নাজমা সানাওয়াত , শহিদুল ইসলাম , নিয়ামত আলী সহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন ।