ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় ১১ জনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে মহেশপুরের লড়াইঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। সন্ধ্যায় বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
আটককৃতরা হলো- বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পূর্ব চিপাবারইখালি গ্রামের মৃত হোসেন হাওলাদারের ছেলে খোকন হাওলাদার, মৃত ইসমাইল হোসেনের ছেলে আব্দুল লতিফ, আব্দুল খালেকের ছেলে নজরুল ইসলাম, নজরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম, মজিবর শেখের ছেলে ফিরোজ শেখ, ধানসাগর গ্রামের মৃত মোতাহার আলীর ছেলে ফারুক হোসেন, লুৎফর খানের ছেলে বিল্লাল খান, বিল্লাল খানের স্ত্রী পারভীন বেগম, কাঁঠালতলা গ্রামের আবুল হোসেনের ছেলে ছায়েদ খান, চালতাবুনিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম ও বড়পুড়ি গ্রামের নাসির বয়াতির ছেলে রুবেল বয়াতি।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুরের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বেশ কয়েকজন বাংলাদেশি ভারতে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।