মহেশপুর হতে ডায়ালেক্স ডিসিসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহের চোখ-
আনুমানিক বিকাল ০৪:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন।
পরবর্তীতে ১১ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ বিকাল ০৫:১০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন খালিশপুর বাজারস্থ মেসার্স মা ট্রেডার্স দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন মিয়া@ মিষ্টি (৩৫), পিতা- মোঃ বকুল মিয়া, সাং-পদ্মপুকুর (মাঝপাড়া), থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করা হয়।
উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৪৫ বোতল মাদকদ্রব্য ডায়ালেক্স ডিসি, ০১টি মোবাইল ও ০২টি সীম কার্ড উদ্ধার করা হয়।উল্লেখ্য যে, ভারতীয় মাদকদ্রব্য ডায়ালেক্স ডিসি ফেন্সিডিলের বিপরীতে ব্যবহার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ)ধারার মামলা করা হয়।