হরিণাকুন্ডু ওসি স্থাপন করলেন অনন্য দৃষ্টান্ত
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুন্ডু থানা পুলিশের মানবিক সেবার এক অনন্ন দৃষ্টান্তে এলাকাবাসী মুগ্ধ সহ হতবাক হয়েছে।
হরিণাকুন্ডু উপজেলার শারিরীক ও মানসিক ভাবে প্রতিবন্ধী মেয়ে কে একই গ্রামের লম্পট সদর উদ্দীন কতৃক ধর্ষণের ঘটনায় থানায় সদর উদ্দীনকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের হয় ।
৩১ জুলাই শুক্রবার সকালে ওই প্রতিবন্ধী কিশোরী বাড়ির বাইরে হাটতে বের হলে লম্পট সদর উদ্দিন তাকে বাড়ীর পাশেই পানবরজে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই কিশোরীর চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে ধর্ষক সদরউদ্দীন পালিয়ে যায়।
এ ব্যাপারে ভূক্তভোগী প্রতিবন্ধী পরিবার হরিণাকুন্ডু থানা পুলিশের নিকট আইনী সহায়তা চাইলে সদ্য যোগদানকৃত থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা ঘটনা তদন্তভত্তিক ধর্ষণ মামলা রুজুকরেন , মামলা নং ০১ তাং ১/০৮/২০২০ তদন্তকালীন সময় নিজে উপস্থিত থেকে অভিজান পরিচালোনা করে ধর্ষক সদরউদ্দীনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে ।
এখানেই থেমে থাকেনি ওসি আব্দুর রহিম মোল্লা, মানবিক পুলিশি সহায়তা প্রদানের প্রত্যাসায় ছুটে যান প্রতিবন্ধীর বাড়ী , মানবিক সহায়তা সহ ঐ পরিবারকে আর্থ সহায়তা প্রদানের মধ্যদিয়ে এক অনন্ন পুলিশি সেবার দৃষ্টান্ত স্থাপন করলে ।