হরিণাকুন্ডুতে মুজিববর্ষে পরিবেশ রক্ষা সহ বজ্রপাত নীরোধে তাল বীজ রোপন কর্মসুচি
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মুজিব বর্ষে পরিবেশ রাক্ষা সহবজ্রপাত নিরোধে তাল বীজ রোপন কর্মসুচি পালিত হয়েছে।স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদের প্রতি সন্মান প্রদর্শনে পরিবেশের ভারসাম্য রক্ষা, অনাবৃষ্টি, বজ্রপাত নিয়ন্ত্রন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ইচ্ছা বাস্তবায়নে নিত্যনন্দপূর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক উদ্যোক্তা ইলিয়াস হোসেনের ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৩০ লক্ষ তালবীজ রোপণের অংশ হিসাবে হরিণাকুন্ডুতে ১৫শত তালবীজ রোপন করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার ফলসী ইউনিয়নের শড়াতলা সাইফেন থেকে শুরুকরে ইচেমারা ডি ১০ এনএন খালের দুইপার্শে তাল বীজ রোপনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন , শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা , ফজলুর রহমান রহমান, নাজমুল হুদা পলাশ, উপজেলা স্কাউটস সম্পাদক মাসুদুল হক টিটো সহ স্কাউটস্ সদস্যবৃন্দ এই তালবীজ রোপণ কর্মসুচিতে অংশগ্রহণ করে ।