হরিনাকুন্ডু

হরিণাকুন্ডুতে কৃষকের কলা বাগান কেটে সাবাড় ।। কৃষকের মাথায় হাত

এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুÐুতে গোপাল শর্মা নামের এক কৃষকের ৯০টি মাঝবয়সী কলাগাছ অগ্যাত ব্যক্তিরা কেটে সাবাড় করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক তাহেরহদা ইউনিয়নের গপিনাথপূর গ্রামের মৃত হারানচন্দ্র শর্মার ছেলে।

মঙ্গলবার রাতে ঐ গ্রামের দাড়ির মাঠে এই অমানবিক ঘটনা ঘটেছে ।
এঘটনায় ঐ কৃষকের প্রায় ৭০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে বলে তিনি দাবি করেন।

গোপাল শর্মা জানান, দাড়ির মাঠে তার ১৪ শতক জমিতে বৈশাখ মাসে লাগানো ৯০ টি কলাগাছে সার কিটনাশক সহ পরিচর্যাবাবদ আনুমানিক ২০ হাজার টাকা খরচ হয়েছে। কিছুদিনের মধ্যেই গাছে কলা ধরা শুরু করতো । প্রায় ৭০ হাজার টাকা আয় করতে পারতেন তিনি ঐ বাগান থেকে। রাতের আঁধারে কলাগাছ মাজামেরে কেটে দেওয়ায় তিনি অসহায় হয় পড়েছেন।

ভুক্তভোগী ঐ কৃষক এখোনও স্থানিয় থানায় মৌখিক বা লিখিত কোন অভিযাগ করেননি বলে জানিয়েছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button