কালীগঞ্জে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ
মোঃ হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
‘নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কালীগঞ্জে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে শহরের নলডাঙ্গা সরকারী ভূষন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করেন কালীগঞ্জ থানা পুলিশ। কালীগঞ্জ থানার ২নং বিটে সমাবেশে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহা: মাহফুজুর রহমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, ২নং বিট পুলিশিং এর ইনচার্জ এসআই রিফাত ইমরান প্রমূখ।
পৌরসভার ১নং বিটের ইনচার্জ কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মনজুরুল ইসলামের সভাপতিত্বে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফাইজুর রহমান চুন্নু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার খাঁ প্রমুখ।
এদিকে ৩ নং বিটের ইনচার্জ কালীগঞ্জ থানার এসআই সুজাত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ পৌরসভার মোক্তার হোসেন, কাউন্সিলর রেজাউল করিম রেজা প্রমুখ।
কালীগঞ্জ উপজেলায় ১৪টি বিটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এসময় বক্তারা, নারী ধর্ষন ও নির্যাতন বন্ধে সমাজের সর্বস্তরের মানুষকে কাজ করার আহŸান জানান। জেলা পুলিশের আয়োজনে একই সময়ে জেলার ৬ উপজেলার বিভিন্ন স্থানে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।