কালীগঞ্জ

বাংলা ট্রিবিউনের ঝিনাইদহ প্রতিনিধির মোটরসাইকেল চুরি

ঝিনাইদহের চোখ-
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের ঝিনাইদহ প্রতিনিধি নয়ন খন্দকারের একটি মোটরসাইকেল চুরি হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কালীগঞ্জ শহরের মধুগঞ্জবাজারের সোনার বাংলা ফাউন্ডেশনের নিচ থেকে তার বাজাজ এক্সসিডি ১২৫ সিসি (ঝিনাইদহ হ ১৩-১০০১) মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। সাংবাদিক নয়ন খন্দকার বাদী হয়ে এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

এ ঘটনায় পুলিশ টুটুল শিকদার (৩০) নামে এক যুবককে আটক করেছে। সে জেলার শৈলকুপা উপজেলার নলকোলা গ্রামের মুকুল হোসেনের ছেলে।

সাংবাদিক নয়ন খন্দকার জানান, শনিবার সকালে কালীগঞ্জ শহরের একটি সংবাদ সংগ্রহ করার জন্য তিনি বাড়ি থেকে বের হন। সংবাদ ও ছবি সংগ্রহ করে কালীগঞ্জের সোনার বাংলা ফাউন্ডেশনের অফিসে বসে সংবাদ তৈরির কাজ করেন। সন্ধ্যায় তিনি অফিসের সামনে গোলযোগের শব্দ শুনে বের হতে গিয়ে দেখেন মোটরসাইকেলটি নেই। এ সময় সেখানে অপর একটি সাইকেল চুরি করার সময় স্থানীয় জনগণ টুটুল শিকদার নামে ওই যুবককে উত্তম মধ্যম দেয়। জ্ঞিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার সঙ্গে থাকা রবিউল নামে অপর একজন সাংবাদিক নয়ন খন্দকারের মোটরসাইকেলটি নিয়ে গেছে। পরে পুলিশ টুটুল শিকদারকে আটক করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে পুলিশ পাহারায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, সাংবাদিক নয়ন খন্দকারের মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদেরও আটক এবং মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button