ভীষণ একা—সালমা ইসলাম
ঝিনাইদহের চোখ-
আমিও চাই কেউ একজন আমার পাশে থাক
মিষ্টি করে ডাকুক নাম
আদর করে কাছে বসুক ,
হাতটি ধরে হাঁটুক সাথে
জোৎস্না ভরা চাঁদনী রাতে।
আমিও চাই কেউ একজন আমার পাশে থাক
দুঃখ,সুখ সবটা নিক সে ভাগ করে,
রাত দুপুরে না ঘুমালে বলবে সে আদর করে
ঘুমায় তুমি জেগে কেন?
আলতু ভাবে ললাট চুম্বে ঘুম পাড়ানি গাইবে গান।
আমি চাই কেউ একজন আমার পাশে থাক
অফিস যাবার সময় কালে এটা দাও ওটা দাও
ব্যস্ত আমি হন্যে হয়ে খুঁজছি তা ঘরময়,
একটু জোরে ধমক দিয়ে বলবে সে একটু রেগে
কই অফিস যেতে হবে দেরি, ভয়ে ভয়ে চোখ তুলে
অভিমানে ঠোঁট ফুলিয়ে চুপটি করে দাড়িয়ে রব।
আমি চাই কেউ একজন আমার পাশে থাক
অফিস থেকে বাসায় ফিরে খোলা ছাদে
আমার পাশে কফির কাপে চুমুক দিয়ে
সারাদিনের জমে থাকা সব গল্প বলুক আমায়,
আমারও যত জমা কথা সময় ধরে বলব তার।
আমি চাই কেউ একজন আমার পাশে থাক
শৈশব, শিশু বেলা, কৈশোর যৌবনে
হৈ হুল্ল খেলার সাথি কাটছে সময় মন্দ না,
সবাই এখন আপন পথে, আমি কিন্তু ভীষণ একা
পথের মাঝে পথ হারিয়ে খুঁজছি আমি নতুন পথ
হঠাৎ করে কেউ এসে বলুক আমায় অধিকারে
এবার তুমি একা নয় আমি আছি তোমার পাশে।
চমৎকার
আপনার কথা গুলো ক্লিয়ার করে বলুন।
আমরা আপনার পাশে আছি।
01997093638