ঝিনাইদহে করোনা প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু
ঝিনাইদহের চোখ-
মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ‘ক্রাশ প্রোগ্রাম’। মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে স্বাস্থ্য বিধি মেনে চলাচল, মাস্ক পড়ার বাধ্যতামুলক করে সচেতনতামুলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। পরে শহরে পোস্ট অফিস মোড়, আরাপপুর, হামদহ, বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। যারা মাস্ক ছাড়া চলাফেরা করছেন তাদের জরিমানা করে মাস্ক দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, করোনার ২য় ঢেউ প্রতিরোধে ঝিনাইদহে নানা কর্মসূচী হাতে দেওয়া হয়েছে।
ক্রাশ প্রোগ্রাম এর মধ্যে একটি। আগামী ৩ দিন শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে সচেতনতামুলক প্রচারণা চালানো হবে। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচী চলবে।