বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনেদা থিয়েটার ও ভোর হলো’র মানববন্ধন
ঝিনাইদহের চোখ-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের মুজিব চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনেদা থিয়েটার ও ভোর হলো নামের ২ টি সাংস্কৃতিক সংগঠন।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর, ভোর হলো ঝিনাইদহ এর সভাপতি একরামুল হক লিকু, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খন্দকার হাফিজ ফারুক, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার প্রচার সম্পাদক এস এম রবি, অটোমোবাইল ওয়ার্কশপ সমিতির সভাপতি তৌহিদ হাসান, যুবলীগ নেতা জিকু শেখসহ অন্যান্যরা।
এসময় বক্তারা, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে ধর্মের অপব্যাখ্যাকারিদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।