অবৈধভাবে মহেশপুর সীমান্ত অতিক্রমকালে বাংলাদেশী নাগরিক আটক
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের একাশিপাড়া কাশেম মিয়ার ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক ০৫ জনকে (পুরুষ- ০২ জন, মহিলা- ০২ জন এবং শিশু- ০১ জন) (এক) শ্রী অখিল মন্ডল (৪২), পিতা- মৃত প্রেমচাদ মন্ডল, (দুই) জ্যেতি মন্ডল (১৫), পিতা- শ্রী অখিল মন্ডল, উভয়ের গ্রাম- জেল রোড, পোঃ+থানা+জেলা- যশোর (তিন) মোঃ সেলিম হোসেন (২১), পিতা- মোঃ রবিউল ইসলাম, (চার) মোছাঃ রেখসোনা (২০), স্বামী- মোঃ সেলিম হোসেন, (পাচ) মোছাঃ মুন্নি (০৪), পিতা- মোঃ সেলিম হোসেন, সকলের গ্রাম- খাটুরা, পোঃ মদনপুর, থানা- মনিরামপুর, জেলা- যশোরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়।
আটককৃত আসামীদেরকে অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করা হয়েছে।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।