কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শৈলকুপায় মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
এম হাসান মুসা, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্থার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলার প্রতিবাদে, শুক্রবার সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,এক মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিথা, লুৎফর রহমান, গোলাম মস্তোফা, তোবারক হোসেন মোল্লা প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন “যারা ভাস্কর্য নিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদের পিঠের চামড়া থাকবে না এবং যারা রাতের অন্ধকারে চোরের মতো জাতির পিতার ভাস্কর্য ভেঙেছেন, দিনের আলোয় পারলে সামনে আসেন, যদি আপনাদের এত ঈমানী শক্তি থাকে। প্রয়োজনে মুক্তিযোদ্ধারা ৭১এর ন্যায় আবার গর্জে উঠে এর দাত ভাঙ্গা জবাব দেবে”