ঝিনাইদহের চোখ-
৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গত ১৬ ডিসেম্বর ২০২০ তারিখ আনুমানিক ২৩৫০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১১৬-আর হতে আনুমানিক ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার একাশিপাড়া কাশেম মিয়ার ইট ভাটা সংলগ্ন রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক ০৭ জনকে (পুরুষ- ০২ জন, মহিলা- ০১ জন এবং শিশু- ০৪ জন) (এক) মোঃ আশরাফুল ইসলাম (৩২), পিতা- মোঃ নজরুল ইসলাম, (দুই) ফাইমা ইসলাম (১০), পিতা- মোঃ আশরাফুল ইসলাম, উভয়ের গ্রাম- পাটেশ্বরী, পোঃ জামরিল ডাংগা, থানা- কালিয়া, জেলা- নড়াইল, (তিন) মোঃ মোর্তুজা বিশ্বাস (৩০), পিতা- মৃত আনিস বিশ্বাস, গ্রাম- পাচকাহনীয়া, পোঃ কুরশুর, থানা- কালিয়া, জেলা- নড়াইল, (চার) মোঃ ছামিরুল শেখ (১৫), পিতা- মোঃ মশিয়ার শেখ, গ্রাম+পোঃ মাধবপাশা, থানা- কালিয়া, জেলা- নড়াইল, (পাচ) মোসাঃ মাহফুজা (৩৭), স্বামী- মৃত আহাদুল, (ছয়) মোঃ অভিষেক মোল্লা (১৩), পিতা- মৃত আহাদুল, (সাত) মোছাঃ তায়্যিবা (০৪), পিতা- মৃত আহাদুল, সকলের গ্রাম- হাড়িভাংগা, পোঃ সালামাবাদ, থানা- কালিয়া, জেলা- নড়াইলকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়। আটককৃত আসামীদেরকে অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করা হয়েছে।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।