ফেসবুক হ্যাকারদের ফাঁদে পড়লেন কোটচাঁদপুরের গণমাধ্যম কর্মী
এসএম রায়হান উদ্দীন, কোটচাঁদপুর, ঝিনাইদহের চোখ-
ফেসবুক হ্যাকারদের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়ে ২ হাজার টাকা ভুয়া বিকাশে পাঠালেন ঝিনাইদহের কোটচাঁদপুরের গণমাধ্যম কর্মী মঈন খাঁন। সোমবার সন্ধায় এই প্রতারণার ঘটনা ঘটে। মঈন খাঁন জানান, সোমবার সন্ধায় কোটচাঁদপুরের গণমাধ্যম কর্মী মনোজ মালাকারের ফেসবুক আইডি হ্যাক করেন হ্যাকার চক্র। টাকা চেয়ে ম্যাসেজ করেন মঈন খাঁনের নিজের ফেসবুক ম্যাসেঞ্জারে। কিছু না বুঝেই ২ হাজার টাকা বিকাশ করেন মঈন খাঁন। যার বিকাশ মোবাইল নাম্বার ০১৭৮৯-০৭২৬৯৫। একই সময়ে অনুরুপ ম্যাসেজ পায় কোটচাঁদপুরের আরএক গণমাধ্যম কর্মী এসএম রায়হান উদ্দীন ও একাধিক পুলিশ অফিসার সহ অনেকে।
হ্যাকার চক্রের এই ম্যাসেজ পেলেও তারা সতর্ক থাকায় প্রতারণার হাত থেকে রক্ষা পেয়েছেন। মনোজ মালাকার জানান, আমার ফেসবুক আইডি হ্যাক করে আমার অনেক ফেসবুক বন্ধুদের কাছে ভুয়া ম্যাসেজ পাঠিয়ে বিকাশে টাকা চায় হ্যাকার চক্র। বিষয়টি বুঝতে পেরে আমি অনেককে সর্তক করে দিয়েছি। এর মধ্যে আমাদের এক সহকর্মী প্রতারণার শিকার হয়েছেন। বিষয়টি কোটচাঁদপুর থানাকে মৌখিকভাবে অবহিত করেছি।