হরিণাকুণ্ডুতে বিভিন্ন অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিভিন্ন অপরাধে দুই হেটেল মালিক সহ এক শুতা ব্যবসায়ী কে ভ্রাম্যমান আদালতে নগদ অর্থ জরিমানা করলেন নির্বাহী ম্যাজিট্রেট ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা ।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী , উপজেলা নির্বাহী অফিসারের সার্টিফিকেট সহকারী কাউসার আলী উপস্থিত ছিলেন ।
মঙ্গলবার দুপুরে উপজেলা দোয়েল চত্বরে মিষ্টি বানানো কারিগর ও বাবুর্চির (স্যানিটেশন সার্টিফিকেট) স্বাস্থ্যবিধি পত্র না থাকায় এবং ওজনে কম দেওয়ার অপরাধে ১৮৬০ সালের ২৬৯ ধারায় বিসমিল্লাহ হোটের মালিক ইসাহক আলীকে তিন (৩০০০/-) হাজার , সুতা ব্যবসায়ী তুহিন আলীকে ১৮৬০ সালের ১৮৭ ধারায় করোনা কালীন সময়ে মাস্ক পরিধান না করার দায়ে পাঁচশত (৫০০/-) টাকা এবং নিউ বিসমিল্লাহ হোটেলের মালিক আব্দুর রশিদকে বাসি পচা খাবার বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৬ ধারায় নগদ পনের শত (১৫০০/-) টাকা নগদ জরিমানা আদায় করলেন তিনি ।