পাঠকের কথা
তুমি আছো বলে—-গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখ-
তুমি আছো বলেই বাসায় ফিরে আসি
বাসায় ফেরার স্বপ্ন দেখি কাজের ফাঁকে।
তুমি আছো বলে দিন শেষে সকল ক্লান্তির ছাপ
একটুও থাকে না আমার।
তুমি আছো বলে বাসা থেকে বের হই
স্বপ্নদের স্বপ্ন প্রস্তুত করতে।
তুমি আছো বলে বসন্ত বাতাস বয়
আমার পৃথিবীর আবহমণ্ডলে।
তুমি আছো বলে জীবনকে খুঁজে পাই
জীবনের আনন্দ ভাগ করি উভয়ানন্দে।
তুমি আছো বলে ভোর হয় জীবনকে জীবন্ত করতে
রাত হয় অনন্য মধুর।
তুমি আছো বলে বাসায় ফেরার আত্মবিশ্বাস
পথ ভুল করে না কখনো।