ঝিনাইদহ সদর

ঝিনাইদহে ফুলের উৎপাদন, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও বিপনন বিষয়ক কৃষক প্রশিক্ষন

ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে ফুলের উৎপাদন, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও বিপনন বিষয়ক কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে কৃষি বিপনন অধিদপ্তরের।

এতে কৃষকদের উৎপাদিত ফুলের ন্যায্য মুল্য নিশ্চিত করতে গুণগত উৎপাদন, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও বিপনন বিষয়ক নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, বিপনন কর্মকর্তা গোলাম মারুফ খান, জেলা ফুলচাষী সমিতির সভাপতি দাউদ হোসেন, বাংলাদেশ ফ্লোওয়ার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক জমির উদ্দিনসহ অন্যান্যরা। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার অর্ধ-শতাধিক কৃষক-কৃষানী অংশ নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button